ব্রাহ্মণবাড়িয়া-চাঁদপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়া
‘ জীববৈচিত্র্য ধ্বংস হলে পৃথিবী ধ্বংস হবে’
মানুষ তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, ওষুধপত্র প্রভৃতির জন্য সরাসরি প্রকৃতির ওপর নির্ভরশীল। জীববৈচিত্য হলো প্রকৃতপক্ষে বিপুল সংখ্যক জিনের ভাণ্ডার। জীববৈচিত্র্য ধ্বংস হলে পৃথিবী ধ্বংস হবে। যে কোনো দেশের জীববৈচিত্র্য সেই দেশের সম্পদ। জীববৈচিত্র্য সংরক্ষণে আইন আছে, তা বাস্তবে প্রয়োগ করলে সাফল্য আসবে। শনিবার (২৫ নভেম্বর) প্রাণিবিদ্যা অলিম্পিয়াডের কুমিল্লা অঞ্চলের প্রতিযোগীয় ভিক্টোরিয়া কলেজ অডিটরিয়ামে বক্তারা এসব কথা বলেন। প্রাণিবিদ্যা অলিম্পিয়াডে কুমিল্লা অঞ্চলের ১৫টি কলেজের ২৫০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর জেলাকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন ও রানারআপ হয়েছেন ভিক্টোরিয়ার চার শিক্ষার্থী। কলেজ পর্যায়ে জুনিয়র গ্রুপ চ্যাম্পিয়ান ভিক্টোরিয়া সরকারি কলেজে জান্নাতুল মাওয়া এলমা, একই কলেজের রানারআপ শাহেদ ইকবাল। বিশ্ববিদ্যালয় পর্যায়ে সিনিয়র গ্রুপ ভিক্টোরিয়া সরকারি কলেজের চ্যাম্পিয়ান ইতি রানী পোদ্দার, একই কলেজের রানারআপ নাসরিন আক্তার।
প্রাণিবিদ্যা অলিম্পিয়াডের শুরুতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে এক বর্ণিল শোভাযাত্রা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর ড.আবু জাফর খান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর রওশন আরা বেগম, চাঁদপুর সরকারি কলেজের প্রাণি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শওকত ইকবাল ফারুকী, কুমিল্লা সরকারি মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান তাওহিদা আক্তার,কুমিল্লা সরকারি মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অনকূল চন্দ্র দাশ,বাংলাদেশ বন বিভাগের সাবেক উপ-প্রধান সংরক্ষক ও বাংলাদেশ প্রাণি বিদ্যা সমিতির সহ-সভাপতি ড. তপন কুমার দে প্রমুখ।
দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী পর্বে কুমিল্লা অঞ্চলের সম্পাদক ও ভিক্টোরিয়া কলেজ প্রাণিবিদ্যা বিভাগের প্রধান ড. মহিউদ্দিন মো. শাহজাহান বলেন, অলিম্পিয়াডের মাধ্যমে প্রাণিবিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আকৃষ্ট করা অন্যতম উদ্দেশ্য। সারা দেশে ১০টি অঞ্চলে বিভক্ত করে অলিম্পিয়াড পরিচালিত হচ্ছে। প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াড দেশের প্রাণিবিজ্ঞানীদের বিশেষ করে প্রাণিবিজ্ঞানের ছাত্রছাত্রীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছে।