ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পর্শ ও বজ্রাঘাতে তিনজন নিহত

inside post
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে বিদ্যুৎস্পর্শ ও বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। তন্মধ্যে জেলার কসবা উপজেলায় বিদ্যুৎস্পর্শে খায়ের মোল্লা ও জাকারিয়া মোল্লা এবং নবীনগর উপজেলায় বজ্রাঘাতে কৃষক আবদুল আউয়াল নিহত হন।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে জেলার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নতুনবাজার এলাকায় বিদ্যুৎচালিত মোটর দিয়ে পানি সেচকালে স্থানীয় মোল্লাবাড়ির আতিকুর রহমান মোল্লার পুত্র আবুল খায়ের মোল্লা (৪৫) ও একই এলাকার আবু তাহেরের ছেলে জাকারিয়া মোল্লা (২০) এবং জেলার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর বিলে বজ্রাঘাতে কুড়িঘর গ্রামের সুরুজ আলীর পুত্র আবদুল আউয়াল নিহত হন।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে ঘটনাস্থল পরিদর্শনকারী কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, গোপীনাথপুর নতুনবাজার এলাকায় মোল্লাবাড়ির ব্যাক্তি মালিকানাধীন একটি পুকুর সেচার কাজ চলছিলো। বৈদ্যুতিক মোটর দিয়ে পুকুরের পানি সেচার সময় দুপুরে ওই মোটরে কাজ করতে গিয়ে আবুল খায়ের ও জাকারিয়া নামের দু’জনেই বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হন।স্থানীয়রা তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকেই ঘোষণা করেন।
অপরদিকে নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আক্তারুজ্জামান স্থানীয়দের বরাত দিয়ে জানান, কুড়িঘর বিলে বোরো ধান কাটার কাজ করছিলো কুড়িঘর গ্রামের
মৃত সুরুজ আলীর ছেলে আবদুল আউয়াল। গ্রামের পূর্ব পাশে অবস্থিত বিলে ধান কাটা শেষ করে বিলে গোসল করার সময় বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই আবদুল আউয়াল মারা যান৷
আরো পড়ুন