‘ভাল ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে’

কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ

কুমিল্লা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কবি নজরুল ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন কলেজ সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক শাহ মোহাম্মদ আলমগীর খান, বিশেষ অতিথি ছিলেন কবি নজরুল ইন্সটিটিউটের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন।

অনুষ্ঠানের বক্তারা ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বলেন, নিজেকে বড় করতে হলে অন্যের চেয়ে জ্ঞানী হতে হবে। সামর্থ্য অনুযায়ী সফল হওয়ার জন্য স্বপ্ন দেখতে হবে। সর্বপরি নিয়মিত লেখাপাড়া করে ভাল ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে। ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার, ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের সহকারী অধ্যাপক মো. আদনান ছাত্তার মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন, কলেজ পরিচালক সাফায়েত হোসেন, প্রভাষক মো. হাসান ভূইয়া, নাইমা আক্তার, জাবেদ হোসেন, নিশাত মাহমুদ, ফাহিমা আক্তার, মিঠুন মজুমদার, আব্দুল্লাহ আল মামুন, সুনীল চন্দ্র দাস, শারমিন আক্তার, নাহিন আক্তার, অনন্যা ব্যানার্জি, কলেজ হিসাবরক্ষক সোহেল রানাসহ কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।

সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করেন, সামিউল আহসান সিয়াম, রাইয়ান বিনতে জামান জেরিন, মোহাম্মদ আলী সামি, স্বজন মজুমদার, তাবাসসুম, ঝুমুর আক্তার, স্নেহা সাহা, নূর জাহান রুপা, জান্নাতুল ফেরদৌস, কেয়া রানী দাস, সাহাবুদ্দিন,মারিয়া, অর্পিতা, নিহা, প্রয়ন্তী, আনিকা, ফারহানা, মৌমিতা, বৃষ্টি, সৌরভ, প্রশান্ত, জুনায়েদ, সৈকত প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি।