ভিক্টোরিয়া কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সোহরাব, সহসম্পাদক মুনছুর

inside post

প্রতিনিধি।।
সাত বছর পর বুধবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এতে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান। যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের প্রভাষক মো. মুনছুর হেল্লাল, যুগ্ম সম্পাদক (মহিলা) নির্বাচিত হয়েছেন উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদা আক্তার, কোষাধ্যক্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ মহিউদ্দিন। শিক্ষক পরিষদ নির্বাচনের কমিশনার প্রফেসর মো. খালেদ হোসেন খান ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা স্বাক্ষরিত এক বিবরণীতে বিষয়টি জানানো হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সম্পাদক পদে গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান পেয়েছেন ৭৬ ভোট। নিকটম প্রার্থী মাছুম মিল্লাত মজুমদার পেয়েছেন ৭০ভোট ও আরেক প্রার্থী মো. মহিবুবুল হক ছোটন পেয়েছেন ১৫ ভোট। যুগ্ম সম্পাদক পদে মো. মুনছুর হেল্লাল পেয়েছেন ১১৮ ভোট। তার নিকটম প্রার্থী মোহাম্মদ রিপন ভূইয়া পেয়েছেন ৪৩ ভোট। যুগ্ম সম্পাদক (মহিলা) পদে মাহমুদা আক্তার ও কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ মহিউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
নবনির্বাচিত সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান বলেন, নির্বাচনের মাধ্যমে আমাকে বিজয়ী করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়া জয় পরাজয় না ভেবে সবার পরামর্শ ও সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। ভিক্টোরিয়া কলেজের অগ্রযাত্রায় সারথী হতে চাই।

আরো পড়ুন