‘ভোজ্যতেলের ৫০ভাগ আমদানি কমাতে কাজ করছে সরকার’


প্রতিনিধি।।
ভোজ্যতেলের ৫০ভাগ আমদানি কমাতে কাজ করছে সরকার। ২০২৩সালের হিসাব অনুযায়ী ৭৯ভাগ ভোজ্য তেল আমদানি করছে সরকার। কয়েক বছর আগে ৯০ভাগ আদানি করা হতো, যা টাকার অংকে ৩০হাজার কোটি টাকা। কৃষক উৎপাদন করতো ১০ভাগ, তা টাকার অংকে ৩হাজার কোটি টাকা। সেই ১০ভাগকে ২১ভাগে উন্নীত করেছে কৃষক ও কৃষি বিভাগ। কুমিল্লার ১৭ উপজেলায়ও ভোজ্যতেলের উৎপাদন বাড়াতে কাজ করছে কৃষিবিভাগ। এছাড়া কৃষক যেন ন্যায্য মূল্য পায় সেজন্য টিসিবি পণ্যের মাঝে সরিষার তেল ও আলু যুক্ত করারও আহবান জানানো হয়। তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকেল্পের আওতায় কৃষকদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তারা এই কথা বলেন।

inside post

রবিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালকের কার্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক আইউব মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার এহতেশাম রাসুলে হায়দার,বিএডিসি(বীজ) কুমিল্লার উপ-পরিচালক নিগার হায়দার খান, অতিরিক্ত উপ-পরিচালক শেখ আজিজুর রহমান। বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা কৃষি অফিসার বানিন রায়,হোমনা উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসানসহ কৃষকরা।
পুরস্কার প্রাপ্ত কৃষকরা হলেন,১ম হোমনা উপজেলার ডুমুরিয়া গ্রামের শিউলি আক্তার,২য় একই গ্রামের রাবেয়া আক্তার,৩য় হোমনা উপজেলার চান্দেরচর গ্রামের আবদুর রহমান,মুরাদনগর উপজেলার হিরাকাশি গ্রামের প্রেমানন্দ ভৌমিক ও মেঘনা উপজেলার শিবনগর গ্রামের অহিদুর রহমান।

আরো পড়ুন