মোবাইল চুরির অপবাদে দুই তরুণকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা

 

inside post

অফিস রিপোর্টার।।

অপহরণকারীরা মোবাইল চুরির অপবাদে দুই তরুণকে তুলে নিয়ে যায়। কুমিল্লায় সেই অপহরণকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। এসময় দুই তরুণকে উদ্ধার করেছে র‌্যাব। কুমিল্লার আদর্শ সদর উপজেলার উত্তর দূর্গাপুর এলাকায় থেকে অপহরকারীদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, কুমিল্লার আদর্শ সদর উপজেলার উত্তর দূর্গাপুর গ্রামের নওয়াব মিয়ার মেয়ে রীনা আক্তার (৪০), একই উপজেলার শংকপুর গ্রামের জয়নাল আবেদীন ভূঁইয়ার ছেলে মো. শাহা পরান (১৯) ও কুমিল্লার বুড়িচং উপজেলার এবদারপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে মো. শরিফ ইসলাম (২২)।

সোমবার বিকালে র‌্যাব সূত্র জানায়, গত রবিবার কুমিল্লা নগরীর কান্দিরপাড় মো. জালাল হোসেন (২২) ও মো. মাসুদ রানা (১৬) একটি মার্কেটে মোবাইল ক্রয় করতে আসেন। পর্যাপ্ত টাকা না থাকায় তারা মোবাইল ক্রয় না করে বাড়ির উদ্দেশ্যে রওনা করে। পথিমধ্যে সদরের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় পৌঁছলে অপহরণকারী চক্র দুই তরুণকে মোবাইল চুরির অপবাদ দিয়ে তাদেরকে মটর সাইকেলে উঠিয়ে উত্তর দূর্গাপুর নিয়ে যায়। সেখানে আরও কয়েকজন মিলে জামাল ও মাসুদকে আটকে রেখে মারধর করে, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। এসময় অপহরণকারীরা অপহৃত মো. জালাল হোসেনের (২২) ফোন দিয়ে তার মাকে কল করে ৫০ হাজার টাকা এবং অপর অপহৃত মো. মাসুদ রানার (১৬) ভাইকে ফোন দিয়ে ৫০ হাজারসহ মোট এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। অপহৃত মাসুদ রানা কুমিল্লার বরুড়া উপজেলার নাটেহর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। তার চাচাতো ভাই জালাল হোসেন একই গ্রামের মোকলেছুর রহমানের ছেলে।

র‌্যাব কর্মকর্তা মেজর তালুকদার নাজমুছ সাকিব আরও জানান, অপহরণের পর দুই তরুণের পরিবার তাদের ছেলেদেরকে উদ্ধারের জন্য র‌্যাবের সহায়তা কামনা করে। র‌্যাব তথ্য প্রযুক্তি ব্যবহার করে উত্তর দূর্গাপুর হতে রোববার দিবাগত রাতে অপহৃত এই দুই তরুণ উদ্ধার করতে গিয়ে তিন অপহরণকারীকে আটক করে। এসময় অপহরণ কাজে ব্যবহৃত দুটি সুইচ গিয়ার চাকু ও ১টি মটর সাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন