রাতে ভেঙ্গে যেতে পারে গোমতীর বাঁধ, নির্ঘুম পাহারায় এলাকাবাসী
অফিস রিপোর্টার।
আজ রাতের মধ্যে কুমিল্লা গোমতী নদীর বাঁধ ভেঙ্গে যেতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। এনিয়ে পাড়ের বাসিন্দাদের নির্ঘুম রাত কাটছে। তারা বাঁধে অবস্থান নিয়ে বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে বালি ও মাটির বস্তা ফেলছেন। রাত ১২টায় এই রিপোর্র্ট লেখার সময় দেবিদ্বার উপজেলার বিঞ্চপুর চৌমুহনী এলাকায় বাঁধের একপাশে পানি এসে গেছে। সড়কের ওপর স্থানীয়রা বস্তা ফেলছেন। যেকোন সময় পানি বাঁধ অতিক্রম করতে পারে।
সূত্রমতে, বুধবার রাত থেকে বাড়ছিলো কুমিল্লার গোমতী নদীর পানি। আদর্শ সদর, বুড়িচং ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার, মুরাদনগর ও দাউদকান্দি উপজেলার গোমতীর তীরবর্তী মানুষজন ঘুমহীন রাত কাটিয়েছে। বৃহস্পতিবারও তাদের উৎকন্ঠা নিয়ে দিনটি পার হয়। এখন আতংক রাত নিয়ে। কখন বাঁধ ভেঙে যায়।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার জালুয়াপাড়া, টিক্কারচর,চাঁনপুর,বানাশুয়া, বুড়িচং উপজেলার কামারখাড়া,ভান্তি, মিথিলাপুর, গোবিন্দপুর এলাকায় ঘুরে দেখা যায়, পানি গোমতীর তীর ছুঁই ছুঁই করছে। গোমতীর তীরবর্তী দুইপাড়ের মানুষজন নিরাপদ আশ্রয়ের খোঁজে বেড়িবাঁধে অবস্থান করছেন।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী আবদুল লতিফ জানান, গোমতীর পানি বিপৎসীমার ১ দশমিক ০২ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো। যে কোন সময় পাড় ছাপিয়ে প্লাবিত হতে পারে গোমতী পাড়ের জনপদ।
কুমিল্লা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা রাত পৌনে ১২টায় জানান, আশঙ্কার বিষয় হচ্ছে সন্ধ্যা থেকে নদীর পানি বাড়ছে। আমরা পাড়ের বাসিন্দাদের সরে যেতে অনুরোধ করেছি। তাদের সহায়তায় জেলা ও উপজেলা প্রশাসন কাজ করছে।
(তথ্য সহযোগিতায় মাহফুজ না্টু,মোহাম্মদ শরীফ,হাসিবুল ইসলাম সজিব।)