সবজির দাম বাড়ায় বিপাকে মানুষ

 

হাসিবুল ইসলাম সজিব ।।
গরুর গোস্ত,মাছ,মুরগির দাম বৃদ্ধি হওয়ায় সাধারণ জনগণ ঝুঁকে ডিমের দিকে। তাতেও স্বস্তি নেই। বেড়ে গেছে ডিমের দাম। এদিকে বেড়েছে শাক-সবজির দাম। এনিয়ে বিপাকে পড়েছে ক্রেতারা।
জানা যায়, বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০-৯০ টাকা, কাঁচা-মরিচ প্রতি কেজি ৪০০ টাকা,পুঁই শাকের আটি ৫০ টাকা,ঢেড়শ প্রতি কেজি ৮০ টাকা,পটল প্রতি কেজি ৫০ টাকা,লাউ প্রতি পিস ৮০-৯০ টাকা,লম্বা সিম প্রতি কেজি ৭০ টাকা,সিম প্রতি কেজি ২৪০ টাকা,ধুন্দল প্রতি কেজি ৬০ টাকা,কারকল প্রতি কেজি ৮০ টাকা,শসা প্রতি কেজি ৬০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। এদিকে শাক-সবজির দাম বেশি হওয়ায় ক্রেতার সমাগম কম,বিক্রেতাদের মাঝে হতাশার ভাব।
রাজগঞ্জ বাজারের সবজি বিক্রেতা মনির মিয়া বলেন, ছাত্রদের আন্দোলনে মালের গাড়ি আসতে পারছে না। তাতে বেশি দরে ক্রয় করতে হচ্ছে শাক-সবজি, সাথে লেবার খরচ,গাড়ি ভাড়া যোগ করতে হয়। আমাদেরও কিছু করার নাই। দেশের এমন পরিস্থিতিতে মানুষ বাজারেও আসতে চায় না।
ক্রেতা রিকশা চালক মতিন মিয়া বলেন, বর্তমানের পরিস্থিতি বেশি ভালো না, গাড়ি নিয়ে বাইর হতে ভয় হচ্ছে। আমরা দিন আনি দিন খায়। বাজারে গেলে দেখি সবকিছুর দাম বেশি। দুঃখ প্রকাশ করার মত জায়গা নাই। যার যেমন মন চায় জিনিসপত্রের দাম বৃদ্ধি করে দেয়, আমাদের কথা কেউ ভাবে না। দিন দিন সবকিছু দাম বৃদ্ধি পাচ্ছে ,আমাদের ইনকাম তো আর বৃদ্ধি পাচ্ছে না।
দিনমজুর ফারুক মিয়া জানান, কোটা আন্দোলন এবং কারফিউতে কাজকর্ম সব বন্ধ। বাজারে গেলে বেশি দরে কিনতে শাক-সবজি। আমরা দিন এনে দিন খাওয়া মানুষ। বাজারের এমন অবস্থা থাকলে আমাদের মত দিনমজুরের জীবন-যাপন অনেক কষ্টকর হয়ে যাবে।