‘স্কাউটরা মানবতা কল্যাণে কাজ করে’
বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের ব্যবস্থাপনায় কুমিল্লা পিটিআইতে কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স পরিদর্শন ও মতবিনিময় করেন বাংলাদেশ স্কাউটসের
এডহক কমিটির সদস্য ও লিডার ট্রেইনার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সরকারের সিনিয়র সহকারী সচিব পিরআরএস হারুনুর অর রশিদ,কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন সিএএলটি।
মতবিনিময় সভায় মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন – স্কাউটিং শিক্ষা সেবামূলক আনদোলন। এই আন্দোলন সাথে সম্পৃক্ত থাকলে মানবিক মানুষ হতে হওয়া যায়। স্কাউটরা মানবতার কল্যানে কাজ করে।
দেশের সকল ক্রান্তিলগ্নে স্কাউটরা কাজ করে থাকে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস
কুমিল্লা অঞ্চলের পরিচালক আবুল হাসানাত মো. মোহসিনুল ইসলাম, ৩১০ কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের কোর্স লিডার মো. মনিরজ্জামান সিএলটি, ৩১১ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের কোর্স লিডার শারমিন ফাতরমা সিএলটি, ৩১২ তম কাব স্কাউট ইউনিট লিডার
বেসিক কোর্সের কোর্স লিডার আখেনূর আক্তার জাহান সহ প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা।