৬৫টি বলপেনে লিখেছেন সাড়ে ১৬বছরের সংবাদ!
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাটের একজন সংবাদকর্মী তার একটি পত্রিকায় কাজ করার স্মৃতিকে লালন করে চলেছেন। ১৬ বছর ৬ মাস ২৯ দিনে ৫শ’ ৬৫টি বলপেনের কালি শেষ করেছেন পত্রিকায় সংবাদ লিখে। এসব কালি নিঃশেষিত বল পেনগুলো স্মৃতি স্বরূপ সংরক্ষিত করে রেখেছেন। তিনি হচ্ছেন চুনারুঘাট উপজেলার কেউন্দা গ্রামের মোঃ হাছান আলী। ১৯৯১ সালে ২১ ফেব্রুয়ারি দৈনিক আজকের কাগজ পত্রিকা প্রকাশিত হয়। তিনি প্রকাশনালগ্ন থেকেই হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০০৭ সালের ২০ সেপ্টেম্বর পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে যায়। সম্প্রতি তিনি কালিশূন্য বলপেনগুলো সাজিয়ে ছবি তুলে রাখেন। তার এই স্মৃতির প্রতীক ছবিটি দেখতে একটি পুষ্পের মত। এ ব্যাপারে তিনি বলেন, দৈনিক আজকের কাগজ ছিল আমার একটি প্রিয় পত্রিকা। তাই এ পত্রিকার স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য বলপেনগুলো স্বযত্নে সংরক্ষিত রেখেছি।
উল্লেখ্য-বর্তমানে তিনি দৈনিক প্রতিদিনের সংবাদ ও হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক খোয়াই পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাছাড়া তিনি চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চুনারুঘাট শাখার সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।