আখাউড়ায় ৫ ডাকাত আটক

 

মো.ফজলে রাব্বি,আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৫ ডাকাত দলের সদস্যসহ ওয়ারেন্টভুক্ত পলাতক ৬ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) দুপুরে আখাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সরকার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন-মো. উবায়দুল হক প্রকাশ ভুট্টু মিয়া (৩৮) আমিনুল ইসলাম প্রকাশ তুফান (২৫), মো. আল আমিন মিয়া (২৩), মো. রায়হান মিয়া (২০), মো. ইকরাম চৌধুরী (২০), ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আ. রহিম। আসামিদের নিকট থেকে ধারালো রামদা, ছুরি জব্দ করা হয়।

আখাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সরকার জানান, পৌরসভার তারাগন এলাকায় ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নেন। গোপন সংবাদের প্রেক্ষিতে আখাউড়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর সময় আসামিদের আটক করে।