আম পারতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেল দুই শিশুর, গুরুতর আহত ১

মোহাম্মদ শরীফ।

কুমিল্লায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২জুন) জেলার মনোহরগঞ্জের নাথেরপেটুয়া ইউনিয়নের কান্দি গ্রামের ব্যাপারী বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানাযায়, ব্যাপারী বাড়ির এক বৃদ্ধা বার্ধক্যজনিত কারনে অসুস্থ হলে স্বজনরা বিভিন্ন এলাকা থেকে দেখতে আসেন। একটি বাড়ির ছাদে বিকেলে আম পারতে যায় নাজমুল হাসান (১০) ও রিংকি (১২) ও মাইশা আক্তার (১০)।

বিকেলে একতলা বাসার ছাদে উঠে আম পারতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় নাজমুল। আহত অবস্থায় রিংকি ও মাইশাকে কুমিল্লা মেডিকেলে নিয়ে আসা হলে সন্ধ্যায় রিংকির মৃত্যু হয়। মাইশার অবস্থা সংকটাপন্ন। ঘটনার সময় এক নারীও আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ থানার নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির এসআই সুজয় কুমার মজুমদার।

এসআই সুজয় কুমার মজুমদার বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল গিয়ে নিহত শিশু নাজমুল হাসানের সুরতহাল রিপোর্ট তৈরি করি। এ সময় অন্যদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে রিংকি আক্তার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।