আ’লীগ সভাপতি বললেন ‘কিসের নৌকা কিসের ছাতা’,ভিডিও ভাইরাল

অফিস রিপোর্টার।।

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়ন। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী আব্দুল আউয়ালের বিরুদ্ধে দলীয় প্রতীক নৌকাকে অবমাননা করার অভিযোগ উঠেছে। আব্দুল আউয়াল নৌকা প্রতীক পাবেন না টের পেয়ে ব্যক্তিগত প্রচারণা সভায় নৌকা প্রতীককে ব্যঙ্গ করে বলেন- ‘কিসের নৌকা কিসের ছাতা। আসুক যে কোনো মার্কা সমস্যা নাই।’ তার এই বক্তব্যের ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

তার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সূত্র জানায়,আবদুল আউয়াল ২০০৮ সাল পর্যন্ত ছিলেন বড়শালঘর ইউনিয়ন যুবদলের সভাপতি। দলের ক্ষমতার পালবদল হলে আওয়ামী লীগে যোগ দেন। ২০১৯ সালে ইউপি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পান। আব্দুল আউয়াল নৌকা প্রতীক পাবেন না টের পেয়ে ব্যক্তিগত প্রচারণা সভায় তার বক্তব্যে নৌকা প্রতীককে ব্যঙ্গ করেন। রবিবার রাতে বড় শালঘরে এক সভায় তিনি এ ব্যঙ্গ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক দলীয় কর্মীরা জানান, ‘নৌকা একটি দলের প্রতীক ও দলের পরিচয়, নৌকা বঙ্গবন্ধুর মার্কা। নৌকা একটি অনুভূতির নাম। আউয়াল দলের একটি গুরুত্বপূর্ণ পদে থেকে যখন নৌকা’র অবমাননা করে তখন হৃদয়ে রক্তক্ষরণ হয়।’

এই বিষয়ে বড় শালঘর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল আউয়াল বলেন, ‘পূর্বে দলীয় প্রতীকহীন ইউপি নির্বাচনে দল হিসেবে আমরা সব সময় ছাতা প্রতীক নিতাম। আমাদের প্রতিপক্ষ (বর্তমান চেয়ারম্যান, জহিরুল ইসলাম জারু) নিতো আনারস। তাই আমার ভোটারদের বুঝাতে বলেছি- যদি নৌকা বা ছাতা নাও পাই, আপনারা আমার কর্মী হিসেবে থাকবেন।’

বিএনপি ইউনিয়ন যুবদল সভাপতি পদে থাকার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘২০০৮ সালের পূর্বে বড় শালঘর ইউনিয়নে ১০ জন আওয়ামী লীগ করা লোক খুঁজে পাওয়া কষ্ট ছিল। এখন সবাই আওয়ামী লীগ। এখানে আওয়ামী লীগ নেতারা বিএনপি-জামায়াতের সাথে মিলে নির্বাচন করে।’