আশুগঞ্জে ঈশান হত্যার বিচার দাবীতে মানববন্ধন-প্রতিবাদ সভা
আরো পড়ুন:
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া ।।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সামাজিক সংগঠনের সেচ্ছাসেবী ঈশান হত্যার বিচার ও দ্রুত আসামীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন- প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে সেচ্ছাসেবী সংগঠন ব্লাড ফর আশুগঞ্জের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর এলাকায় ঘন্টাব্যাপী এই মানববন্ধনে আশুগঞ্জের বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, এলাকাবাসী ও ঈশানের পরিবারের সদস্য অংশ নেন।
মানববন্ধন চলাকালে নিহত ঈশানের বাবা মিজানুর রহমান, মা আকলিমা বেগম আঁখি, আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোজাম্মেল হক, সাধারন সম্পাদক আল মামুন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আবু দাউদ অপি, ব্লাড ফর আশুগঞ্জ সংগঠনের উপদেষ্টা কামরুজ্জামান রিপন, আশ্রয় বিদ্যাপিঠ সংগঠনের উপদেষ্টা এরশাদ মিয়াসহ বিভিন্ন সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বক্তব্য রাখেন।
বক্তারা ঈশানের হত্যাকারীদের অবিলম্বের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর আশুগঞ্জের লালপুর ইউনিয়নের লামাবায়েক গ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত হন ঈশান।