ইতিহাস-ঐতিহ্যের নিদর্শন নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় জাদুঘরের যাত্রা শুরু
আরো পড়ুন:
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
নানান ইতিহাস-ঐতিহ্যের নিদর্শন ধারণ করে যাত্রারম্ভ হলো ব্রাহ্মণবাড়িয়ায় জাদুঘরের।বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে জেলা শহরের দক্ষিণ মৌড়াইলে জেলা প্রশাসন প্রতিষ্ঠিত জাদুঘরের উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত-উদ্-দৌলা খাঁন।
জাদুঘর উদ্বোধনকালে জেলা প্রশাসক হায়াত-উদ্-দৌলা খাঁন বলেন, এই জাদুঘরটি প্রতিষ্ঠার ফলে জেলার মানুষ তাদের নানান ইতিহাস-ঐতিহ্য সম্বলিত নিদর্শনের সাথে পরিচিত হতে পারবেন। ক্রমান্বয়ে বিভিন্ন নির্দশন জাদুঘরটিতে সংরক্ষণ করা হবে। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমূখসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ জাদুঘরে সংরক্ষিত মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন নিদর্শন ঘুরে ঘুরে দেখেন।