ইন্টার‌্যাক্ট ক্লাব অব ময়নামতির মেন্টাল হেলথ সেমিনার

 

ইন্টার‌্যাক্ট ক্লাব অব ময়নামতির আয়োজনে কুমিল্লা আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে মেন্টাল হেলথ সেমিনার ও ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ইন্টার‌্যাক্ট ক্লাব অব ময়নামতির সভাপতি ইন্টা. তাহ্সিন ইশরাক সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কুমিল্লা আইডিয়াল শিক্ষার্থীদের
ফ্রি ব্লাড ক্যাম্প উদ্বোধন করেন— কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রোটা. মো. মহিউদ্দিন লিটন। মেন্টাল হেলথ সেমিনারে বক্তব্য রাখেন— ডা. এ.কে.এম আমিনুল এহসান।
সেমিনারে বক্তারা বলেন- বিষণ্ণতা, অ্যাংজাইটি, বাইপোলার মুড, ডিজঅর্ডার, সিজোফ্রেনিয়া, পার্সোনালিটি ডিজঅর্ডার— মানুষ প্রতিনিয়ত এগুলোতে ভুগছে। মেন্টাল প্রবলেম তৈরি হয় মূলত অতিরিক্ত অযোক্তিক চিন্তা, শারীরিক ও মানসিক অস্থিরতা, অতিরিক্ত ক্লান্তি, ঘুম কম হলে। সুস্থ থাকার জন্য নিয়মিত পরিমিত খাবার খেতে হবে, নির্দিষ্ট সময়ে ঘুমাতে হবে। অতিরিক্ত মোবাইল ও ল্যাপটপ ব্যবহার করা যাবে না।
এসময় উপস্থিত ছিলেন— ইন্টার‌্যাক্ট ক্লাব অব ময়নামতির সহ— সভাপতি ইন্টা. ফাহাদ আলম, সেক্রেটারি ইন্টা. আব্দুল্লাহ আল নাঈম, ক্লাব ট্রেইনার ইন্টা. জাবের আল জাহিন, জয়েন্ট সেক্রেটারি ইন্টা. আবরার মাহিন, জয়েন্ট সেক্রেটারি ইন্টা. রাদিয়া ইসলাম, ক্লাব সার্ভিস ডিরেক্টর ইন্টা. ইউসুফ রাখা রাজি, ফিনেনসিয়াল সার্ভিস ডিরেক্টর ইন্টা. মিশকাতুল মিনহা মেঘা, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর ইন্টা. মাহজীব মোনয়ারা মাশফি, সার্জেন্ট এট আর্মস ইন্টা. অনতরা রোজা, সদস্য— ইন্টা. আনিকা তাসনিম, ইন্টা. সাইফা খান, মেহনাজ চৌধুরী, ইন্টা. জাহিদুল ইসলাম, ইন্টা. কাজী কিফায়েত ইশমাম, ইন্টা. আহনাফ তৌসিন, ইন্টা. আব্দুল্লাহ্ রাফি, ইন্টা. কথা, ইন্টা. মাশা, ইন্টা. সাদিয়া রহমানসহ মেন্টাল হেলথ সেমিনারে ইন্টার‌্যাক্ট সদস্যরা অংশ গ্রহণ করেন।