এখনও আমাদের ৩৯ বিলিয়ন ডলার রিজার্ভ আছে : হানিফ
প্রতিনিধি।।
আরো পড়ুন:
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি অপপ্রচার চালায় সব শেষ হয়ে গেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ,বিশ^ মন্দার কারণে আমাদের রিজার্ভ কিছু কমেছে। তবে এখনও আমাদের ৩৯ বিলিয়ন ডলার রিজার্ভ আছে। অথচ বিএনপির সময় রিজার্ভ ছিলো ৩.২৮ বিলিয়ন ডলার। খুনি জিয়া ক্যান্টনমেন্টে বসে অবৈধভাবে ক্ষমতা দখল করে দল গঠন করেছেন। আপনাদের দলটাই অবৈধভাবে জন্ম নিয়েছে। যে দলটার জন্মই হলো অবৈধ পন্থায় তারা অবৈধ ছাড়া আর কি কথা বলবে।
শনিবার কুমিল্লা টাউন হলে আয়োজিত মহানগর আওয়ামী লীগের সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, মির্জা ফখরুল সাহেব সম্প্রতি একটা ডায়লগ দিয়েছেন, সেই ডায়লগ কি! টেক বেক বাংলাদেশ। আমি জিজ্ঞেস করেছিলাম ফখরুল সাহেবকে। টেক বেক বাংলাদেশ দিয়ে আপনারা কোথায় নিয়ে যেতে চান দেশকে? ২০০৬ সালে আপনারা যখন ক্ষমতায় ছিলেন, কোথায় নিয়ে গেছেন দেশকে। আপানাদের সময়ে ৫০-৬০ লক্ষ মেট্রিকটন খাদ্য ঘাটতি ছিল। তখন ভিক্ষুকের জাতি হিসেবে আমরা পরিচিত ছিলাম। আর আজ আমরা শেখ হাসিনার নেতৃত্বে দেশের খাদ্য সয়ংস্পূর্ণতা অর্জন করে বিপ্লব ঘটিয়ে আসছি। আজকে আমরা ভিক্ষুকের দেশ নই। আপনাদের তিন হাজার ১৫০ মেগোয়াট বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ছিল। আজ শেখ হাসিনার নেতৃত্বে শতভাগ মানুষের ঘরে বিদ্যু পৌঁছেছে। আমাদের ৩ হাজার ১৫০ মেগোয়াট থেকে ২৬ হাজার মেগোয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হয়েছি। আগে ৩০শতাংশ মানুষের কাছে বিদ্যুৎ ছিল তার মধ্যে ১৮ ঘণ্টা বিদ্যুৎ থাকতো না।