কুবিতে ব্রাজিল-আর্জেন্টিনার রম্য বিতর্ক

 

মঞ্চে রাখা হয় ফুটবল। বিতার্কিকরা গায়ে জড়ায় প্রিয় দলের জার্সি।
অফিস রিপোর্টার॥
শুরু হয়েছে ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বিশ^কাপ অনুষ্ঠিত হলেও এর উত্তাপ-উন্মাদনা ছড়িয়ে পড়েছে এ দেশেও। এর ছোঁয়া থেকে বাদ যায়নি কুমিল্লা বিশ^বিদ্যালয়ও(কুবি)। রোববার বিকেলে বিশ^বিদ্যালয়ের মুক্তমঞ্চে রম্য বিতর্ক আয়োজন করে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। বিতর্কের প্রতিপাদ্য ছিল ‘কাতার বিশ্বকাপে আমরাই সেরা।’ এসময় মঞ্চে রাখা হয় ফুটবল। বিতার্কিকরা গায়ে জড়ায় প্রিয় দলের জার্সি।
বিতর্কে সরকারি দলে অংশগ্রহণ করে ব্রাজিল, বেসরকারি দলে আর্জেন্টিনা। ব্যতিক্রমী এ আয়োজনে ব্রাজিল দলের পক্ষে বিতর্ক করেন মো. হাবিবুর রহমান, মো. রাসেল মিঞা ও আহমদ উল্লাহ রাফি। আর্জেন্টিনার পক্ষে অংশগ্রহণ করেন মো. তরিকুল ইসলাম, মো. মুসা ভূইয়াঁ ও সাদিয়া আফরিন।
বিতর্ক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান, স্পিকার ছিলেন ডিবেটিং সোসাইটির ২য় কার্যনির্বাহীর সভাপতি ফারিদ মোস্তাকিম। বিচারকের আসনে ছিলেন সংগঠনটির সভাপতি মো. আল নাঈম।