কুমিল্লায় সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় 

 
অফিস রিপোর্টার।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে কুমিল্লায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা মঙ্গলবার (১০ আগস্ট) নগরীর একটি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে ও মহানগর জামায়াতের মিডিয়া সমন্বয়ক কামরুজ্জামান সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর সেক্রেটারি অধ্যাপক এ কে এম এমদাদুল হক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা মহানগর নায়েবে আমীর অধ্যাপক মোসলেহ উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মো. শাহজাহান, কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাবেক সভাপতি লুৎফর রহমান, মাসুক আলতাফ চৌধুরী, আবুল হাসনাত বাবুল প্রমুখ। উপস্থিত ছিলেন মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা মহানগর সভাপতি কাজী নজীর আহমেদ, মহানগরী শিবির সভাপতি নোমান হোসেন নয়ন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি ইসরাফিল আলম, মহানগরী সেক্রেটারি মো. হাসান, মহানগরী জামায়াতের এসিসট্যান্ট সেক্রেটারি মোশাররফ হোসাইন, ভিপি মজিব, নাছির আহমেদ মোল্লা, জামায়াত নেতা ইয়াকুব চৌধুরী, ইফতেখার আলম ভূঁইয়া, সৈয়দ মোতাহের আলী দিলাল, মাহবুবুর রহমান, মোহাম্মদ হোসাইন, আব্দুল কাইউম মজুমদার ও দেলোয়ার হোসাইন সবুজ।