কুমিল্লায় অনলাইনে অর্ডার করলে পোশাক ঘরে পৌছাবে এন্ড স্টুডিও

মাহফুজ নান্টু, কুমিল্লা।।

করোনা মহামারীতে লকডাউন বিধি নিষেধের কারণে দেশের সকল শপিংমল ও বিভিন্ন মার্কেট বন্ধ রয়েছে। এরই মাঝে ক্রেতাদের জন্য ঈদকে সামনে রেখে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে ‘এন্ড স্টুডিও’ নামে পোশাক দোকান। অনলাইনে অর্ডার করলে পোশাক পৌছে যাবে ঘরে। বৃহস্পতিবার বিকালে কুমিল্লা মহানগরীর বাদুরতলা এলাকায় সাংবাদিকদের এসব তথ্য জানান ‘এন্ড স্টুডিও’ প্রতিষ্ঠানের চেয়ারম্যান আব্দুল আউয়াল রানা। এসময় শাখা ব্যবস্থাপক সালামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ‘এন্ড স্টুডিও’ এর চেয়ারম্যান নিউজ বাংলাকে বলেন, করোনায় শপিং মল বন্ধ। তবে ক্রেতাদের সুবিধার জন্য আমরা অন্যান্য এক উদ্যোগ নিয়েছি। অনলাইন অর্ডারে হোম ডেলিভারী দিচ্ছি। পাশাপাশি রয়েছে বিশাল ছাড়ও। প্রতিষ্ঠানটির এক বছর পূর্তি উপলক্ষে ৩টি প্যাকেজে এ ছাড় দেয়া হয়েছে। ১০ হাজার টাকার গিফট্ ভাউচারে ৬ হাজার টাকা, ৫ হাজার টাকার ভাউচারে ৩ হাজার ৫শ টাকা এবং ৩ হাজার টাকার ভাউচারে ২ হাজার ২৫০ টাকায় সকল পণ্য প্রদান করা হবে। অনলাইনে অর্ডার দেয়া হলে তা বাসায় পৌছে দেয়া হবে