কুমিল্লায় ঈদের দিনে করোনায় নয়জনের মৃত্যু

 

আমোদ রিপোর্টার।।

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৪৪১ জন। আক্রান্তের হার ৪৫ শতাংশ।

বুধবার (২১ জুলাই) কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন,২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় চারজন, বরুড়ায় দুইজন এবং চান্দিনা, দেবীদ্বার ও দাউদকান্দি উপজেলায় উপজেলায় একজন করে মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক নারী ও আটজন পুরুষ। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬২৪ জনে।