কুমিল্লায় করোনায় নতুন আক্রান্ত ৪৯: সুস্থ ১২ জন

 

অফিস রিপোর্টার

কুমিল্লায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৪৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ছয় হাজার ১৪১ জনে দাঁড়াল। গত ২৪ ঘন্টায় কুমিল্লা নগরীতে ১২ জন সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হয়েছে চার হাজার ৬৭২ জন। এ পর্যন্ত মোট মারা গেছে ১৫৪জন। শুক্রবার কুমিল্লা জেলার সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন অফিস জানায়, জেলায় এ পর্যন্ত ২৮হাজার ৫৮৫ জনের নমুনা গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত রিপোর্ট এসেছে ২৭ হাজার ৬৫৩ জনের। শুক্রবার নতুন করে আক্রান্ত হয় কুমিল্লা নগরীর ৩০ জন, বরুড়ায় আটজন, লাকসাম, বুড়িচং ও চৌদ্দগ্রামে তিনজন করে, চান্দিনা ও মুরাদনগরে একজন করে।