কুমিল্লায় গাঁজাসহ দুই মাদক কারবারী আটক
অফিস রিপোর্টার।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার বানাশুয়া রেলক্রসিং এলাকায় ৭ কেজী গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন। অভিযানে নেতৃত্ব দেন কোতয়ালী মডেল থানার ছত্রখীল ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া ও ফাঁড়ির উপ- পরিদর্শক শরিফুর রহমান।
উপ-পরিদর্শক শরিফুর রহমান জানান , শুক্রবার সকাল সাড়ে ৭ টায় গোপন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে তারা সদর উপজেলার বানাশুয়া রেল ক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের মহেশপুর গ্রামের মোঃ রহমত আলী ( ৪০) ও বুড়িচং উপজেলার পয়াত গ্রামের মোঃ ইমন মিয়া (৩৬) কে ৭ কেজী গাঁজাসহ আটক করি। পরে আটক দুইজনকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হলে আদালত গ্রেফতার মাদক কারবারীদের কারাগারে প্রেরণ করে।
আরো পড়ুন: