কুমিল্লায় বিদেশী মদসহ গ্রেফতার ৩

 

 

অফিস  রিপোর্টার।।

কুমিল্লা আদর্শ সদর উপজেলায় শনিবার সন্ধ্যায় বিদেশী মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। কোতয়ালী মডেল থানার ছত্রখীল ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া ও উপপরিদর্শক মোঃ শরীফুর রহমান অভিযান পরিচালনা করেন। উপপরিদর্শক শরীফ জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় গোপন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে আদর্শ সদর উপজেলার শালধর বটগাছতলায় একটি অভিযান পরিচালনা করি৷ এ সময় ১৪ বোতল বিদেশীমদসহ ৩ জনকে আটক করি। আটককৃতরা হলো ব্রাহ্মণপাড়া উপজেলার বাগড়া এলাকার রমজান আলীর ছেলে মোঃ আজিজ প্রকাশ আজাদ(২০), নগরীর শুভপুর এলাকার আবু কালামের ছেলে মোঃ আশিক(৩০) ও চান্দিনা মহারং এলাকার শাহ আলমের ছেলে মোঃ রবিউল (২২)। আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।