কুমিল্লায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, ছাত্রলীগ নেতা নিহত

 

আমোদ প্রতিনিধি।।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় শামসুল আলম রিপন (২৫) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। নিহত রিপন কুমিল্লা নগরীর ২২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি ওই ওয়ার্ডের শ্রীমন্তপুর গ্রামের বাসিন্দা।
রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সুয়াগাজী এলাকার লালবাগ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরও দুইজন আরোহী। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বলেন, ঢাকাগামী একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ছাত্রলীগ নেতা রিপনসহ তিন আরোহী মহাসড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়। এদিকে
দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে । ট্রাকটি আটক করা সম্ভব হয়নি ।