কুমিল্লা আইডিয়াল কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

 

কুমিল্লা আইডিয়াল কলেজে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন।
অনুষ্ঠানে অধ্যক্ষ তাঁর বক্তব্যে বলেন. মানবতার মহান মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদকে (সা:) আল্লাহ বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন— তোমাদের জন্য রাসুলের জীবনীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাঁর প্রতিটি কথা, কাজ, নির্দেশনা, আদেশ, নিষেধ ও উপদেশ গোটা মানব জাতির দুনিয়া আখেরাতের কল্যাণের বার্তাবাহী। ইংরেজি বিষয়ের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার, গণিতের বিভাগের প্রভাষক মো. আব্দুল্লাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আদনান ছাত্তার মজুমদার, প্রভাষক মো. নাজমুল হোসাইন খান, জাবেদ হোসেন, নাইমা আক্তার, নিশাত মাহমুদ, মিথুন মজুমদার, সুনীল চন্দ্র দাস, নাহিন আক্তার। হযরত মুহাম্মদ (সা:) এর জীবনী নিয়ে কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে মোসা. মিতু আক্তার, দ্বিতীয় স্থান অর্জন করে মোহাম্মদ শাহরিয়ার, তৃতীয় স্থান অর্জন করে মোসা. নুরুনাহার। নাতে প্রথম স্থান অর্জন করে — মোসা. রাইয়ান বিনতে জামান জেরিন, দ্বিতীয় স্থান অর্জন করে — জাহেদা আক্তার, তৃতীয় স্থান অর্জন করে মরিয়ম আক্তার। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার হিসেবে ইসলামিক বই দেওয়া হয়। -প্রেস বিজ্ঞপ্তি।