কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অবরুদ্ধ, কক্ষে তালা

প্রতিনিধি:
বেতন বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের(কুসিক) মাস্টার রোল কর্মচারীরা। বুধবার প্রধান র্নিবাহী কর্মকর্তা মো: ছামছুল আলমকে অবরুদ্ধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তারা প্রধান নির্বাহী কর্মকর্তার কক্ষে তালাসহ নগর ভবনের প্রবেশ ও বাইরের পথে তালা ঝুলিয়ে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। এদিকে সিটি কর্পোরেশনের অফিস সহকারি মাহাবুবুর রহমান নামের এক কর্মীকে আহত করেছেন আন্দোলন কারীরা। মাহাবুবুর রহমান প্রধান নির্বাহীর কক্ষে দায়িত্ব পালন করেন।


পরিচ্ছন্নতাকর্মী মান্নান মিয়া বলেন, তিনি কুমিল্লা নগরীর চার নম্বর ওয়ার্ড কাপ্তান বাজার এলাকায় কাজ করেন। সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত চার ঘন্টা ডিওটি করেন। পুরো মাস কাজ করে তিনি ৬ হাজার তিনশ টাকা বেতন পান।
ময়লার গাড়ি চালক মো: হানিফ মিয়া বলেন, দৈনিক ৩৫০ টাকা মজুরিতে ১০ হাজার পাঁচশ টাকা হারে বেতন পাই। আবার যেদিন কাজ নাই, সেদিনের বেতনও নাই। কোন ছুটি নাই, ভাতা নাই। দীর্ঘবছর কাজ করছি, চাকরি স্থায়ীকরণ নাই।
ঝাড়ুদার ফাতেমা বেগম জানান, তিনিও সাড়ে ছয় হাজার টাকা বেতন পান, এ টাকায় তার সংসার চলেনা।
এদিকে বিকেল ৪টা পর্যন্ত বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এদিকে পরিস্থিতি শান্ত করতে কোতয়ালী মডেল থানা পুলিশের একটি টিম পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মো: ছামছুল আলম বলেন, বেতন বৃদ্ধি নিয়ে ইতিমধ্যে প্রশাসক মহোদয়ের সাথে আলোচনা হয়েছে। আগামী মাসিক মিটিংয়ে সিদ্ধান্ত নেয়া হবে।