গোমতী নদীতে ডুবে শিশুর মৃত্যু

 

খেলতে গিয়ে গোমতী নদীতে ডুবে জুবায়ের নামের ছয় বছরের এক শিশুর শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। দুর্গাপুরের জাকির হোসেনের ছেলে জুবায়ের। তিনি পেশায় রংমিস্ত্রি।
তিনি জানান, দোকান থেকে তিনি জুবায়েরকে একটি পাউরুটি কিনে দেন। পরে জুবায়ের সেই পাউরুটি নিয়ে বন্ধুদের সাথে খেলতে যায় গোমতী নদীর পাড়ে। নদীর পাড় থেকে ড্রেনের মত তৈরি করে সেখানে পিছলে গিয়ে নদীতে পড়ে। আবার উঠে এসে লাইন ধরে বসে পিছলে পড়ে। সকাল ৯ টায় খেলার সময় নদীতে তলিয়ে যায়। এ সময় জুবায়েরর খেলার সাথীরা বিষয়টি বাড়িতে জানায়। খবর পেয়ে সবাই এসে খোঁজাখুজি শুরু করে।
দুপুর দেড়টায় ডুবুরি দল এসে অভিযান শুরু করে। বিকাল ৩ টায় ঘটনাস্থল থেকে ২ কিঃমিঃ দূরে আলেখারচর থেকে জোবায়েরের লাশ উদ্ধার করা হয় ।
নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির এসআই সামছু মিয়া বলেন, ছয় ঘন্টা পর ডুবুরি দল জোবায়েরের লাশ উদ্ধার করে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।