চলে যাবে, মহামারি করোনা!
আরো পড়ুন:
গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির
প্রভু তোমার তন্দ্রাও নেই , নিদ্রাও নেই!
আলিমুল গায়িব তুমি
জানো এই হৃদয়ের সব আকুতি।
দয়া তোমার তুলনাহীন,
কৈফিয়তও হয়না দিতে।
হাত বাড়িয়ে – তাকিয়ে থাকি
রাত গভীরে একা আমি।
চতুর্দিকে ঝরছে প্রভু তোমার করুণা।
রহমতেরই জলে আমি
ভিজবো বলে পাগলপারা।
আরশ- পানে তাকিয়ে থাকি
এই বুঝি – ঝরবে তোমার
মাগফিরাতের ঝর্ণাধারা।
পবিত্র জলে ধুয়ে যাবে এই ধরণী
পাক- পবিত্র হয়ে যাবে নষ্ট যারা,
শুধরে যাবে – ভ্রষ্ট যারা।
চলে যাবে, মহামারী করোনার
সর্বনাশা ভাইরাসটি।