চৌদ্দগ্রামে বিএনপির চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রতিনিধি।।

inside post

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নববর্ষ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চিত্রাঙ্কনে কলম ও রঙের তুলিতে ফুটে উঠেছে জুলাই-আগস্ট গণঅভ্যুথান, গ্রামীণ পরিবেশ, স্বাধীনতার চিত্র। মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারস্থ জিয়াউর রহমান বীরউত্তম হল প্রাঙ্গনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি পৌর বিএনপির আহবায়ক জিএম তাহের পলাশী। প্রতিযোগিতায় প্রধান নির্বাচক ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার মোঃ মোশারফ হোসেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পহেলা বৈশাখ উদযাপন পরিষদের আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব শরীফুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক কাজী শাহীন রেজা, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ফরিদ আহম্মেদ শাহীন, গাজী শহীদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, ছাত্রদল নেতা আবির চৌধুরী। নির্বাচক ছিলেন চাঁন্দকরা সেকান্দর আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোরশেদ আলম, চৌদ্দগ্রাম সরকারী পাইলট মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক আব্দুল কুদ্দুস, মুন্সিরহাট ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক মোঃ মোস্তফা কামাল, চৌদ্দগ্রাম পৌরসভা যুবদলের আহ্বায়ক মোঃ হাসান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক, রফিকুল ইসলাম শামীম, পৌর বিএনপির সদস্য এডভোকেট দিদার হোসেন, উপজেলা ছাত্রদল নেতা ফখরুল হাসান, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইব্রাহীম খলিল অনিক। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। তিন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন অতিথিবৃন্দ। এছাড়া অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদার পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়।

আরো পড়ুন