তিতাসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

 

আমোদ রিপোর্টার

কুমিল্লার তিতাসে বাড়ির পাশের ডোবায় পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। ঈদের দিন বিকালে উপজেলা বড় গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু দুটি উপজেলা বড় গাজীপুর গ্রামের মো. মামুনুর রশিদ মাস্টারের ছেলে মো. সানি (৪) এবং মামুনুর রশিদ মাস্টারের ছোট ভাই প্রবাসী মো. সুমন মিয়ার ছেলে মো. আরিয়ান (সাড়ে ৩)।

পরিবারের সূত্র জানায়, ঈদের দিন শনিবার বিকাল থেকে অনেক পাওয়া যাচ্ছিলনা শিশু দুটিকে। বিকালে দুই শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় মাইকিং করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় বাড়ির পাশের ডোবায় ভাসমান অবস্থায় দুটি শিশুর লাশ পাওয়া যায়। স্থানীয়রা উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডা. সুদীপ দাস তাদের মৃত করে ঘোষণ করেন।

 

শিশু দুটির মৃত্যুতে তাদের মা-বাবা বার বার মূর্ছা যাচ্ছেন। এ ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুটি পরিবারে ঈদের আনন্দ শোকে পরিণত হয়েছে।