ধর্ষণের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল-মানববন্ধন

 

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, সিলেটের এম.সি কলেজসহ সারাদেশে নারীদের প্রতি ধর্ষণের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।

মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে সর্বস্তরের যুব সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আলোকিত ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি আদনান হোসেন উজ্জলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আব্দুল মতিন শিপন, শাহীন, রুমি, নিপা, তাকিয়া প্রমূখ।

মানববন্ধনে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা ও নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ নেয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।