নির্বাচন বর্জনের আহ্বান মুরাদনগর বিএনপির

 

মহিউদ্দিন আকাশ।।

 সকল নির্বাচন বর্জন করার আহবান নিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার মুরাদনগরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।

২১মে মঙ্গলবার বিকেলে মুরাদনগর উপজেলা সদরের বিভিন্ন বাজার, বাস স্টেশন ও জনবহুল স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে মুরাদনগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

এ সময় তারা সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক মন্ত্রী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নামে স্লোগান দেন।

এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অন্জন,সিনিয়র যুগ্ম আহবায়ক  সৈয়দ মোস্তাক আহমেদ, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহবায়ক মো.কামাল উদ্দিন ভুইয়া,যুগ্ম আহবায়ক হাজী ইদ্রিস,যুগ্ম আহবায়ক হাফেজ মোহাম্মদ আলী, যুগ্ম আহবায়ক মো.নজরুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট নাছির উদ্দীন আহমেদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম  আহবায়ক ফারুক আহমেদ বাদশাহ,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এডভোকেট সরকার মাহমুদ গিয়াসউদ্দিন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জয়নাল মোল্লাউ,পজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মাসুম মুন্সি, উপজেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল আহসান,সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন, সদস্য সচিব সুমন মাস্টারসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

উল্লেখ্য , কেন্দ্রীয় বিএনপি ঘোষিত সকল আন্দোলন ও কর্মসূচি বাস্তবায়নে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করছে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সংসদীয় আসন মুরাদনগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।