পদ্মা সেতুর উদ্বোধনে কুমিল্লায় আনন্দ আয়োজন

 

অফিস রিপোর্টার।।
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে কুমিল্লা নগরীতে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এছাড়া টাউন হলে বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হয়। জেলা শিল্পকলা একাডেমি থেকে র‌্যালি শুরু হয়। নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউনহলে এসে র‌্যালি শেষ হয়। র‌্যালিতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
আনন্দ র‌্যালির নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, জেলা পরিষদের প্রশাসক রিয়ার এডমিরাল (অবঃ) আবু তাহের, বীরমুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.সফিকুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহাদাত হোসেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.আবু জাফর খান, কুমিল্লা মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জামাল নাছের, র‌্যাব ১১ এর কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন, নারীনেত্রী পাপড়ি বসুসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, পদ্মা সেতুর উদ্বোধন আমাদের আরেক বিজয়। সবাই হয়তো অনুষ্ঠানস্থলে গিয়ে উদ্বোধন দেখতে পারবেন না। তবে কুমিল্লাবাসীর জন্য কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে নগরীর টাউনহলে পদ্মাসেতুর উদ্বোধন দেখার ব্যবস্থা করেছি। কুমিল্লার সব পেশা শ্রেণীর মানুষের অংশগ্রহণে বলা যায় আজ কুমিল্লার জন্যও আনন্দের দিন।