প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লায় স্বেচ্ছাসেবকলীগের র‌্যালি

 

অফিস রিপোর্টার।
স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ বুধবার কুমিল্লা নগরীর রামঘাট আওয়ামী লীগ অফিসের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা ও র‌্যালি শেষে কেক কাটা হয়।
দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মহসিন রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সম্পাদক এম এ করিম মজুমদার, উপ দপ্তর সম্পাদক শহীদুল্লাহ। উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি কামরল হাসান,জামাল হোসেন ভূইয়া, শামস সেলিম,জাকির হোসেন,কিংকর দেবনাথ, ইমাম হোসেন মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক জসিমউদ্দীন, হাসান মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মাসুম, রবিউল আলম রবি,দপ্তর সম্পাদক আরিফুল হাসান বাপ্পি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক শরীফুুল ইসলাম,তথ্য ও গবেষণা সম্পাদক ইমরান হোসেন জেকি,ত্রাণ ও দুর্যোগ সম্পাদক আমির হোসেন, প্রচার সম্পাদক আখি আলম,শিক্ষা সম্পাদক আলমগীর হোসেন, সমাজকল্যাণ সম্পাদক ইব্রাহীম খলিল,মানবাধিকার সম্পাদক মোতালেব হোসেন রিপন, প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক শাহআলম লস্কর, সদস্য আরিফুর রহমান মিঠু, নাজমুল হাসান, খন্দকার সোহেল রেজা, সুব্রত বড়ুয়া, শেখ রাসেল,স্বপন দাস,রাশেদ মাহমুদ শাওন,মনির হোসেন,কাউসারুজ্জামান রুমি, মোঃ রাছেল,জহিরুল ইসলামও আল আমিন মিয়াজী প্রমুখ।