বরুড়ায় বিভিন্ন সামাজিক সংগঠনের মতবিনিময় সভা
আরো পড়ুন:
আবদুল্লাহ আল মারুফ।।
কুমিল্লার বরুড়া উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৮ সেপ্টেম্বর (শনিবার) বিকাল ৩টায় বরুড়া উপজেলা অডিটরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুল ইসলামের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-০৮ বরুড়া’র সাংসদ নাছিমুল আলম চৌধুরী নজরুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের যুগ্মসচিব ও ঢাকাস্থ বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি মনিন্দ্র কিশোর মজুমদার, সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবদুস সামাদ, বরুড়া পৌরসভার মেয়র মো. বকতার হোসেন ,চাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ভুঁইয়া, বরুড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন লিংকন, বরুড়া উপজেলা রেমিট্যান্স যোদ্ধা সংস্থার আহবায়ক আবু রিয়াজ নূর উওরাইদ্দীন খন্দকার স্বপন, ঢাকাস্থ জনকল্যাণ সমিতির সহ-সভাপতি আমির হোসেন, সাংবাদিক মোঃ ইলিয়াস আহমেদ, খায়রুল এনাম ইয়াকুব, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইকরামূল হক, আলো পাঠাগারের প্রতিষ্ঠাতা আনিসুর রহমান , ভাবের সভাপতি এডভোকেট জয়নাল আবেদীনসহ বরুড়ার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।