ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ
আরো পড়ুন:
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় ওয়াকফাকৃত মসজিদের সম্পদ ৬০ টিরও অধিক দোকান বিক্রি করে কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট মসজিদ কমিটির সেক্রেটারির বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ জানিয়ে মসজিদ কমিটির সেক্রেটারীর অপসারণের দাবী জানিয়ে মানববন্ধন-বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর (পূর্ব) ইউনিয়নের মোহনপুর বাজারে অবস্থিত মসজিদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন তালশহর পূর্ব ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্য (মেম্বার) ফজলুল হক, মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দীক, যুবলীগ নেতা মো. আব্দুল্লাহ প্রমুখ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ওয়াকফাকৃত জায়গায় মোহনপুর বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী মো. শামসুল হক মসজিদ সংলগ্ন মার্কেটের ৬০ টিরও বেশি দোকান বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে প্রায় দেড়শ’ লোকের কাছে বিক্রি করে দিয়েছেন। এ নিয়ে এলাকায় মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। বক্তারা মসজিদের কোটি কোটি টাকা আত্মসাত করার অভিযোগে অভিযুক্ত মসজিদ কমিটির সেক্রেটারীকে অবিলম্বে অপসারণ করাসহ আইনের আওতায় আনার দাবী জানান