ব্রাহ্মণবাড়িয়ায়  রিকশার সাইড দেয়া নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২০

 

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
গ্রামের রাস্তায় অটোরিকশার সাইড দেয়া-না দেয়া নিয়ে দুই চালকের মধ্যে হয় বাদানুবাদ। এর জেরে দুই পক্ষের লোকজন জড়ায় সংঘর্ষে। এতে হাদিস মিয়া নামের এক যুবক নিহতসহ আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। ঘটনার দায়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানা পুলিশ আটক করেছে তিনজনকে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জেলার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের এই সংঘর্ষে নিহত হাদিস মিয়া (৩৫) ধরমণ্ডল গ্রামের সোয়াব আলীর পুত্র। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ২০ জন। পরবর্তী সংঘাত এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ধরমণ্ডল গ্রামের অটোরিকশা চালক নজরুল ইসলাম এবং একই গ্রামের একলাছ মিয়া নামের অপর অটোরিকশা চালকের মধ্যে অটোরিকশার সাইড দেয়া-না দেয়া নিয়ে বাদানুবাদ হয়। এই বাদানুবাদের জেরে উভয় পক্ষের শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে হাদিস মিয়াসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাদিস মিয়াকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।  নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সাথে জড়িত থাকার দায়ে তিন দাঙ্গাবাজকে আটক করেছে। পরবর্তী সংঘাত এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছ অতিরিক্ত পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে জেলা সদর হাসপাতাল মর্গে।
নাসিরনগর থানার পরিদর্শক (ওসি) আরিচুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।’