ভিক্টোরিয়া কলেজ রসায়ন বিভাগের আয়োজনে ভার্চুয়াল স্মরণসভা অনুষ্ঠিত

 

আশিক ইরান।।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রসায়ন বিভাগের প্রয়াত চারজন বিভাগীয় প্রধান প্রফেসর ড.মোখলেছুর রহমান, প্রফেসর আবুল হাশেম,প্রফেসর হারান চন্দ্র দেবনাথ ও সহযোগী অধ্যাপক মোঃ হরিছ আহমেদকে স্মরণ করে ভার্চুয়াল ‘স্মরণ সভা’র আয়োজন করে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। আয়োজনে বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহন করেন যারা বর্তমানে বাংলাদেশ সরকারের সচিবালয় ও জেলা প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পেশায় কর্মরত রয়েছেন।

শুক্রবার বিকাল ৩টায় বিভাগীয় প্রধান প্রফেসর সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক ফৌজিয়া রহমান এর সমন্বয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান।বাংলাদেশ মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোঃ মামুনুর রশীদ ভূইঁয়া, ময়মনসিংহ জেলার মাননীয় জেলা প্রশাসক মোঃ এনামুল হক। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও প্রাক্তন বিভাগীয় প্রধান বীরমুক্তিযুদ্ধা প্রফেসর ড. এ.কে.এম আসাদুজ্জামান। বীরমুক্তিযুদ্ধা প্রফেসর এম এম শফীউদ্দিন। সদ্য বিদায়ী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ রুহুল আমিন ভূইঁয়া। প্রাক্তন বিভাগীয় শিক্ষক প্রফেসর মোহাম্মদ আবুল খায়ের। প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর মেরাজুল ইসলাম, প্রফেসর অম্লান কুসুম রায়, প্রফেসর মোঃআব্দুল খালেক, প্রফেসর বিজিত কুমার ভট্টাচার্য। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের
নির্বাহী পরিচালক (বানিজ্য) ড.পিজুস দত্ত।

নিরাপদ খাদ্য নিয়ন্ত্রন কার্যালয়ের উপ সচিব নূরে আলম সিদ্দীক। বিভাগীয় সমবায় কার্যালয়ের ডেপুটি রেজিস্টার মোঃ তোফায়েল আহমেদ
খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান। সহকারী অধ্যাপক বায়েজিদ আহমেদ, তাপস দত্ত। বিভাগীয় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ড.আব্দুল কুদ্দুস, রাজু আহমেদ, নিলুফার সুলতানা, ফারুক আহম্মেদ, শিক্ষক পরিষদ যুগ্ম সম্পাদক ইউনুছ মিঞা, মিহির রঞ্জন ভৌমিক, ইয়াছমীন আক্তার, বেলায়েত হোসাইন। এছাড়াও বিভিন্ন কলেজের শিক্ষক ও বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক মোঃ এনামুল হক বলেন, ভিক্টোরিয়া কলেজ রসায়ন বিভাগ আমার আবেগ ও ভালোবাসার জায়গা এ বিভাগের শিক্ষকদের সহযোগিতায় আমি সর্বোচ্চ নাম্বার পেয়ে স্নাতক ডিগ্রী অর্জন করি। আমি মনে করি ভিক্টোরিয়া কলেজ রসায়ন বিভাগ সারা বাংলাদেশের জন্য একটি অনুপ্রেরণা। এসময় তিনি আগামীদিনগুলোতে রসায়ন বিভাগের সাথে সম্পৃত্ত থেকে এ বিভাগকে আরও সমৃদ্ধময় করার প্রত্যাশা ব্যক্ত করেন।

বাংলাদেশ মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোঃ মামুনুর রশীদ ভূইঁয়া প্রয়াত সকল শিক্ষকদের নিয়ে স্মৃতিচারণ করে বলেন, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলাম সিলেবাস কিছুটা জটিল হলেও ভালো ফলাফলের পাশাপাশি আজকের সফলতার পিছনে প্রয়াত শিক্ষকদের অবদানই ছিলো সবচেয়ে বেশি। জীবনের কঠিন মূহৃর্তে শুধুমাত্র স্যারদের আশীর্বাদ ছিলো বলেই সফল হতে পেরেছি। আমরা যুগযুগ ধরে স্যারদের আদর্শ লালন করে যাবো।

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান স্মৃতিচারণ করে বলেন, প্রয়াত চারজন শিক্ষক ছিলেন ভিক্টোরিয়া কলেজের জন্য আলোক বর্তিকার স্বরূপ। দায়িত্বের ক্ষেত্রে তারা ছিলেন সর্বদা নিষ্ঠাবান ও সৎ। ভিক্টোরিয়া কলেজে তাদের অবদান ভুলার মত নয়। এসময় তিনি রসায়ন বিভাগে একটি অ্যালামনাই এসোসিয়েশন প্রতিষ্ঠা করার পরামর্শ ও সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।