‘মানুষের জন্য কাজ করে যেতে চাই আমৃত্যু’

 

কাফ কুমিল্লা ইতালির পরিচালক দিদারকে অভ্যর্থনা

প্রতিনিধি।।

ইতালিস্থ বাংলাদেশিদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত কুমিল্লার সন্তান আনোয়ার হোসাইন দিদার কুমিল্লায় এসেছেন৷ নিজের জন্মভূমিতে ফিরে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়েছেন তিনি। ইতালির সামাজিক সংগঠন সেন্ত সিল্লে ঐক্য পরিষদের সহ সভাপতি ও কাফ কুমিল্লা ইতালির পরিচালক দিদার।

সূত্র জানায়,ইতালিতে যখনই কোন বাংলাদেশি সমস্যায় পড়েন তখনই সহযোগিতার মানসিকতা নিয়ে হাজির হন আনোয়ার হোসেন দিদার।

গেলো মঙ্গলবার কুমিল্লা নগরীতে দিদারকে উষ্ণ অভ্যর্থনা জানান, ফাহিম আহমেদ, অ্যাডভোকেট বাবু, ইমন, শামীম, রিয়াদ, রানা, সোয়ানুর রহমান ইয়াসিন, অন্তর আহমেদ সুমনসহ আরো অনেকে।

বিভিন্ন সংগঠনের উষ্ণ অভ্যর্থনা জানানো শেষে অন্তর আহমেদ সুমন তার বক্তব্যে বলেন, দিদার ভাই আপাদমস্তক একজন পরোপকারী মানুষ। দেশ থেকে যারাই ইতালিতে গিয়ে কোন সমস্যায় পড়েন তিনি তাদেরকে সহযোগিতা করেন। তার এই মানসিকতার জন্য তিনি সবার হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন।
বিভিন্ন সংগঠনের ভালোবাসায় সিক্ত দিদার বলেন, আপনাদের ভালোবাসা আমি ধন্য। মানুষের জন্য কাজ করে যেতে চাই আমৃত্যু।