মুজিব মহাশক্তি
মাসুদা তোফা
মুক্তির উপায় খুঁজি মুক্তি চাই মুক্তি
চারপাশ ঘিরে আছে মহা অপশক্তি।
অপশক্তি রুখে দিতে মহাশক্তি চাই
বঙ্গবন্ধু মহাশক্তি তোমাকেই চাই।
আসবে কি অপশক্তি দূর করে দিতে
মুক্তি পেতে অপেক্ষায় থাকি দিনেরাতে।
তুমি আসবে মুক্তির মশাল জ্বালিয়ে
তুমি আসলে অশনি যাবেই পালিয়ে।
তুমিই মুক্তির দূত দিয়েছো বুঝিয়ে
বাঙালির দুঃখ তুমি দিয়েছো সারিয়ে।
জীবনের সব দুঃখ আপনার করে
মৃত্যু সুধা নিলে হেসে মানুষের তরে।
তুমি তাই মহাশক্তি প্রতিটি হৃদয়ে
তুমি আসবে বলেই অপেক্ষা নির্ভয়ে।
তুমি এসো বারবার বাঙালির ঘরে।
পাইনি এমন শক্তি কভু চরাচরে।
ভালোবেসে প্রতিদিন তোমাকেই চাই।
তুমি ছাড়া বাঙালির সত্যি মুক্তি নাই।
আরো পড়ুন: