মুরাদনগরে মানসিক ভারসাম্যহীনকে জবাই, দুইজনের গলায় ছুরিকাঘাত
আরো পড়ুন:
আমোদ প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরে একজন মানসিক ভারসাম্যহীনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এছাড়া পৃথক স্থানে দুইজনের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতে হত্যা চেষ্টা করেছে দুর্বৃত্তরা।রবিবার দিবাগত রাতের কোন এক সময় এসব ঘটনা ঘটে।
নিহত মানসিক ভারসাম্যহীন নাছির মিয়া (৩৫) পাশের উপজেলার ভিংলাবাড়ী গ্রামের আঃ আওয়ালের পুত্র। গুরুতর আহত তিশা গাড়ি চালক জসিম উদ্দিন মুরাদনগর উপজেলার নগর পাড় গ্রামের মৃত খোরশেদ ড্রাইভারের ছেলে। অপরজন গকুলনগর গ্রামের জয়দল হোসেনর পুত্র সেন্টু মিয়া। আহতদের মুরানগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা টাওয়ারে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি দেখে রাতের মধ্যে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
নিহতের পিতা আঃ আউয়াল বলেন, লোক মারফত জানতে পেরেছি আমার ছেলেকে বাখরনগর অনিক ব্রিকসের উত্তরে একটি সাটার বিহীন দোকান ঘরে হত্যা করা হয়েছে। আমি ঘটনা স্থলে গিয়ে লাশ শনাক্ত করি। এঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূল শাস্তি চাই।
আহত সেন্টু মিয়া বলেন, কোম্পানীগঞ্জ থেকে রাত সাড়ে ১১টার দিকে বাড়ি আসার সময় হক মিয়ার বাড়ির সামনে কাশেম ‘স’মিলের কাছে আসার পর একজন লোক হাত বাড়ায় আমি যাত্রী মনে করে গাড়ি থামানোর সাথে সাথেই গলায় ছুরি চালিয়ে দেয়। আমি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করি ততক্ষনে হাতসহ গলার ভিতর ধারালো ছুড়ি ঢুকে যায়। তারপর সে ‘স’ মিলের দিকে চলে যায়। আমি তাকে দেখলে চিনব।
জসিমের পরিবার সূত্রে জানা যায়, ‘স’ মিলের পশ্চিম পাশ – নবীনগর রোড হয়ে বাড়ি আসার পথে পেছন থেকে গলায় ধারালো অস্ত্র দিয়ে টান দেয়। এতে জসিমের গলা ও হাতের রগ কেটে যায়।
১৪নং নবীপুর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল খায়ের বলেন, আচমকা এমন ঘটনায় আমি বিস্মিত। জসিম আঘাত প্রাপ্ত হওয়ার পর তার ছোট ভাই ওয়াসিম আমাকে খবর দেয়। তখন রাত প্রায় ১১ টার উপরে হবে। আমি জসিমকে রক্তাত্ব অবস্থায় আমার গাড়ি দিয়ে মুরাদনগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা নিয়ে যাই। সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
মুরাদনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজনকে হত্যা করার ঘটনায় অজ্ঞাত নামাদের আসামি করে মামলা হয়েছে। দুইজন ছুরিকাঘাতের ঘটনায় এখনো কোন অভিযোগ হয়নি । নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।