ময়নামতি ক্রসিং হাইওয়ে থানায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

রিপোর্টার।।
কুমিল্লার ময়নামতি ক্রসিং হাইওয়ে থানায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। ‘কমিউনিটি পুলিশের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২৯ অক্টোবর) থানা প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি বের করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা রিজিয়নের হাইওয়ে পুলিশের সিনিয়ার সার্কেল এএসপি রাজিউর রহমান, কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস, কুমিল্লা বাস মালিক সমিতির সভাপতি মো. তাজুল ইসলাম, ট্রাক মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেন, একতা ও সততা পরিবহনের পরিচালক মো. ইকবাল হোসেন, মাই টিভি কুমিল্লা জেলা প্রতিনিধি আবু মুসাসহ কুমিল্লা কমিউনিটি পুলিশ কুমিল্লা হাইওয়ে পুলিশসহ ময়নামতি ক্রসিং হাইওয়ে পুলিশের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।