লাকসামের সিফাত কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের গ্রেজুয়েশন পরীক্ষায় চতুর্থ

 

অফিস রিপোর্টার:
বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২১ আয়োজিত গ্রেজুয়েশন (ফজিলত) পরীক্ষায় সারা বাংলাদেশে সম্মিলিত মেধা তালিকায় চর্তুথ স্থান অর্জন করেছেন কুমিল্লা লাকসামের বাসিন্দা হাফেজ মোঃ সাকিল ইজতিহাদ সিফাত।

উল্লেখ্য, সিফাত কান্দিরপাড় ইউনিয়নের সালেপুর গ্রামের বাসিন্দা ঢাকাস্থ রপ্তানীমুখী শিল্প প্রতিষ্ঠান মামটেক্স-এর উর্ধতন কর্মকর্তা আলহাজ্ব মোঃ কামাল হোসেনের দ্বিতীয় পুত্র।

ইতিপূর্বে হাফেজ মোঃ সাকিল ইজতিহাদ সিফাত ২০১৯ সালে বাংলাদেশ কওমি মাদ্রাসা বোর্ড পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় (সানাবিয়া উলইয়া) তৃতীয় স্থান অর্জন করেছেন। সিফাতের বড় ভাই মোঃ ইতমাম হোসেন সিয়াম একজন মেরিন অফিসার হিসেবে কর্মরত।
সিফাত সকলের দোয়া প্রার্থী।