শিক্ষাক্ষেত্রে বর্তমানের উন্নয়ন অতীতে কখনও হয়নি : মোকতাদির চৌধুরী এম.পি
আরো পড়ুন:
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
শিক্ষা যেমনিভাবে জাতির মেরুদণ্ড, তেমনিভাবে আমাদের মৌলিক অধিকার। আর এই মৌলিক অধিকার বাস্তবায়ণে বর্তমান সরকার বদ্ধপরিকর। শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের সময়ে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে যা অতীতে কখনও হয়নি। এই সরকার যতদিন ক্ষমতায় আছে ততোদিন পর্যন্ত দেশের শিক্ষা, স্বাস্থ্যসহ সর্বক্ষেত্রেই অবকাঠামোগত উন্নয়ন ঘটবে।
সোমবার (৮নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় রাজঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে বেসামিরক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি উপরোক্ত কথা বলেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়িত বিদ্যালয় ভবনের উদ্বোধন উপলক্ষে রাজঘর গ্রামবাসীর উদ্যোগে ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ফকরুল হাসানের আয়োজনে স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে এই উদ্বোধনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর প্রফেসর ডক্টর মো. খসরু মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়ামিন হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ভুইয়া প্রমূখ। সভায় নাটাই ইউনিয়ন গ্রামবাসীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।