সারাদেশে পেনশন স্কিমে কুমিল্লা জেলা দ্বিতীয়
আরো পড়ুন:
মাহফুজ নান্টু।
সার্বজনীন পেনশন স্কিমে সারাদেশে দ্বিতীয় কুমিল্লা জেলা। আর কুমিল্লা জেলায় প্রথম আদর্শ সদর উপজেলা।
সোমবার (১০ জুন) বিকেলে পর্যন্ত আদর্শ সদর উপজেলায় সর্বজনীন পেনশন রেজিস্ট্রেশন করেছেন ৪ হাজার ৫৮২ জন। কুমিল্লা জেলায় করেছেন অন্তত ৪০ হাজার জন। এসব তথ্য নিশ্চিত করেছেন আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা।
উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা আরো জানান, সুখে ভরবে আগামীর দিন, পেনশন এখন সর্বজনীন’ এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার জেলার ১৭ উপজেলার মধ্যে পেনশন স্কিমে সর্বোচ্চ রেজিস্ট্রেশন আদর্শ সদর উপজেলা প্রথম স্থানে রয়েছে। প্রতিদিনই রেজিষ্ট্রেশন করা হচ্ছে।
তিনি জানান, সোমবার বিকেলে পর্যন্ত কুমিল্লা জেলার ১৭টি উপজেলা ও সিটি করপোরেশন এলাকায় সর্বজনীন পেনশন রেজিস্ট্রেশন করেছেন ৪০ হাজার ৪৫ জন। উপজেলা হিসেবে সর্বজনীন পেনশন রেজিস্ট্রেশনের তালিকায় আদর্শ সদর উপজেলা প্রথম স্থানে রয়েছেন।
নির্বাহী অফিসার রোমেন শর্মা আরও বলেন, বিভিন্ন শ্রেণিপেশার মানুষের আর্থিক সুরক্ষায় সর্বজনীন পেনশন কার্যক্রমটি একটি যুগান্তকারী উদ্যোগ।