সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধের দাবিতে দেবিদ্বারে চালকদের মানববন্ধন

 

অফিস রিপোর্টার।।

সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধের দাবিতে কুমিল্লার দেবিদ্বার ও চান্দিনা সড়কে মানববন্ধন করেছে চালক ও শ্রমিকরা। শুক্রবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন সংলগ্ন চান্দিনা ও দেবিদ্বার উপজেলার সংযোগ সড়কের সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডে ওই মানববন্ধন করে তারা।

চালকরা জানান- চান্দিনা ও দেবিদ্বার উপজেলার প্রধান সংযোগ সড়কটির এক প্রান্ত দেবিদ্বার উপজেলা সদর অপর প্রান্ত চান্দিনা-বাগুর বাস স্টেশন। চান্দিনা-বাগুর বাস স্টেশন সংলগ্ন সিএনজি স্ট্যান্ডে প্রতিদিন ৩০ টাকা জিপি নেয় কিন্তু দেবিদ্বার উপজেলা সদরের স্ট্যান্ডে প্রতিদিন ৮০ টাকা জিপি নেয়। ওই স্ট্যান্ডের কাজী তছলিম ও কাজী সুমন নতুন কোন সিএনজি অটোরিক্সা ওই সড়কে আসলে প্রথমে ৫ হাজার টাকা নিয়ে লাইনে যুক্ত করে। তারপর থানার নামে প্রতিমাসে ৬শ টাকা এবং জিপি’র (গেইট পাস) নামে প্রতিদিন ৮০ টাকা করে চাঁদা নেয়। মানববন্ধনে চালকরা চাঁদা আদায় বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সিএনজি অটো রিকশা চালক সালাউদ্দিন জানান- ওই সড়কে প্রতিদিন ৩শ সিএনজি অটোরিক্সা চলাচল করে। সেই হিসাব মতে শুধুমাত্র দেবিদ্বার স্ট্যান্ডে প্রতিদিন জিপি আদায় ২৪ হাজার টাকা, ৬শ টাকা মাসিক চাঁদায় ১ লাখ ৮০ হাজার টাকা, বহিরাগত সিএনজি থেকে আদায় অন্তত ২০ হাজার টাকা, সর্ব মোট প্রতিমাসে ৯-১০ লাখ টাকা চাঁদা আদায় করা হচ্ছে। ওই হিসাব শুধুমাত্র চান্দিনা-বাগুর সড়কে। একই রকম হিসাব রয়েছে দেবিদ্বার-জাফরগঞ্জ সড়ক, দেবিদ্বার-ফতেহাবাদ সড়ক, দেবিদ্বার-বড়শালঘর সড়ক, দেবিদ্বার-গুনাইঘর সড়কে। দেবিদ্বার পৌর এলাকার ৬টি স্ট্যান্ড থেকে অন্তত ১ হাজার সিএনজি অটোরিক্সার একই হিসাবে প্রতিমাসে অর্ধকোটি টাকা চাঁদা হাতিয়ে নিচ্ছে চাঁদাবাজরা।

এ ব্যাপারে সিএনজি অটো রিকশা স্ট্যান্ডের ইজারাদার কাজী সুমন জানান- আমাদের স্ট্যান্ডে সিএনজি চালানোর জন্য প্রতি বছর আড়াই হাজার টাকা নিই, প্রতিদিন ৮০ টাকা জিপি নেই। তার বাইরে কোন টাকা নিই না।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম জানান- থানার নামে যদি কেউ গরিব ওই চালকদের কাছ থেকে চাঁদা আদায় করে থাকে তাহলে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।

দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিব হাসান জানান- মূলত পৌর এলাকার ৬টি সিএনজি স্ট্যান্ড ব্যতিত উপজেলার কোন স্ট্যান্ড ইজারা দেওয়া হয়নি। কাজী সুমন পৌর এলাকার সিএনজি স্ট্যান্ডের ইজারাদার। চান্দিনা-দেবিদ্বার সড়কের শুধুমাত্র দেবিদ্বার উপজেলা সদরের স্ট্যান্ড থেকে সিএনজি অটোরিক্সার ট্রিপ প্রতি ৫ টাকা সরকারি ভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে। তারপরও যদি কেউ অতিরিক্ত টাকা নেয়, আমরা লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ জানান, সিএনজি অটোরিক্সার স্ট্যান্ড সরকারি ভাবে ইজারা দেওয়ার কোন বিধি না থাকায় ইজারা দেওয়া হয়নি। চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইন-চার্জকে বলা হয়েছে।