সুস্থতার দিকে প্রবীণ আওয়ামী লীগ নেতা এড. আফজল খান

 

আমোদ রিপোর্টার।।

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন কুমিল্লার প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজল খান। রক্তচাপ ও ডায়াবেটিকস বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে রেফার করা হয়।

বৃহস্পতিবার আফজল খানের মেয়ে সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতামা সীমা বলেন, গত মঙ্গলবার রাতে আব্বা অসুস্থ হয়ে পড়েন। তার ডায়বেটিকস ও রক্তচাপসহ বেশ কিছু সমস্যা দেখা দেয়। এ সময় শ্বাস কষ্ট বেড়ে যায়। এমন অবস্থায় স্থানীয় সিডিপ্যাথ হসপিটালে নিয়ে যায়। পরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। আব্বা অসুস্থ হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোঁজ খবর নিয়েছেন। এছাড়াও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ চাচাও খবর নিয়েছেন। তার সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

এদিকে বৃহস্পতিবার মধ্যরাতে সামাজিক মাধ্যমে অধ্যক্ষ আফজল খানের ছেলে মাসুদ পারভেজ খান ইমরান তার বাবার সাথে একাধিক সেলফি দিয়ে লিখেছেন, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় বাবা আগের থেকে অনেকটা সুস্থ আছেন।