একলাখ টাকার জালনোট বিক্রি ২০হাজার টাকায়!

প্রতিনিধি।।
কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলায় একলাখ টাকার জালনোট বিক্রি ২০হাজার টাকায় বিক্রি করছে একটি চক্র। সেই জালনোট নিম্নবিত্তের কিছু মানুষের মাধ্যমে বাজারজাত করা হয়। এমন একটি চক্র থেকে বরুড়া থানা পুলিশ ২লাখ ৪৫ টাকার জাল নোট উদ্ধার করেছে। এসময় আটক করা হয় লক্ষীপুরের কমলপুর উপজেলার চর ফলকন গ্রামের কামাল হোসেনের ছেলে মোঃ আকরামকে (২৪) । রবিবার এই তথ্য জানান বরুড়া থানার ওসি ফিরোজ হোসেন।
তিনি জানান,ঢাকার একটি চক্র এই টাকা মাঠে ছড়িয়ে দেয়। তাদের ছাপা এত নিখুঁত যে সাধারণ মানুষের তা বুঝার উপায় নেই। শনিবার বরুড়া থানার এসআই মোঃ আলী মর্তুজা গোপন জানতে পারেন, বরুড়া থানার লক্ষীপুর পশ্চিম বাজার সংলগ্ন সালাউদ্দিন হোটেলের সামনে অবৈধ জালনোট ব্যবসায়ী বিক্রয়ের জন্য অবস্থান করছে। পুলিশের উপস্থিতি দেখে পালানোর চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তার হাতে থাকা একটি কাগজের শপিং ব্যাগে পাঁচশত টাকা মূল্যমানের ৪৯০ টি জালনোট উদ্ধার করা হয়। যা মোট ২লাখ ৪৫হাজার টাকা। গ্রেফতার আসামি মোঃ আকরাম জিজ্ঞাসাবাদে জানায়,সে তিন বছর ধরে এই কাজ করছে। অজ্ঞাত ঠিাকানার ফারুকের মোবাইল ফোন ০১৮৭৩-৮১৫৯৯২ ও অজ্ঞাত ঠিকানার সিরাজ গাজীর মোবাইল ফোন ০১৮৭২-১৯৮২১১ এর নিকট হতে সংগ্রহ করে কুমিল্লা ও চাঁদপুরসহ বিভিন্ন জেলায় বিক্রয় করে থাকে। অপর দুইজন আসামি গ্রেফতারে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে।