সরকারের উন্নয়ন ও সাফল্য প্রচারে  কুমিল্লার বরুড়ায় ই- বিলবোর্ড স্থাপন

মাহফুজ নান্টু। দেশের উন্নয়ন  অগ্রযাত্রা ও ভবিষ্যত লক্ষ্য  প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে প্রচারের উদ্দেশ্য  কুমিল্লা বরুড়া পৌরসভায় একটি ই-বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
শনিবার  বিকেল ৩ টায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ. জেড. এম. শফিউদ্দিন(শামীম) আনুষ্ঠানিক ভাবে ডিজিটাল বিলবোর্ডের উদ্ভোধন করেন। পরে তিনি স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বাহাদুরুজ্জামান, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মিঠু, বরুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, বরুড়া উপজেলা আওয়ামী মহিলালীগের যুগ্ম-আহবায়ক কামরুন নাহার শিখা, বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মিহির,  বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ফরহাদ সহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের  নেতৃবৃন্দ।
বিলবোর্ড উদ্বোধনের আগে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ. জেড. এম. শফিউদ্দিন শামীম বলেন,  স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ” জাতীয় শোক দিবস  যথাযথ ভাবে গাম্ভীর্য সহকারে পালনে সরকারের গৃহীত কর্মসূচির সঙ্গে সংগতি রেখে ডিজিটাল বিলবোর্ড স্থাপন করেছি।
এই বিলবোর্ডে আগস্ট মাসব্যাপী  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ  ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের কাল রাতে নিহত সকল শহীদের স্বরণে শ্রদ্ধাঞ্জলি  নিবেদনের পাশাপাশি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার বিখ্যাত উদ্ধৃতিসমূহ বিষদ ভাবে উপস্থাপন করা হবে। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের  উন্নয়ন ও সাফল্য ব্যাপকভাবে উপস্থাপন করা হবে।  এছাড়া স্বাস্থ্য ও সমাজ উন্নয়নের নানান গুরুত্বপূর্ণ ইস্যুতে ও জনগণকে সচেতন করার লক্ষ্যে ডিজিটাল বিলবোর্ডটি ব্যবহার করা হবে।
উল্লেখ্য, শামীম সরকারের নানামুখী উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকতায় এলাকায় আর্থসামাজিক ও অবকাঠামগত উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও দারিদ্র্য বিমোচনে কাজ করে যাচ্ছেন, এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী  শেখ হাসিনার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশকে ব্যাপকভাবে জনগণের কাছে তুলে ধরতে তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগ।
ছবি আছে